BETA VERSION বুধবার, ৩০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

Swapno

সারাদেশ

কুড়িগ্রামে চাঁদা না পেয়ে মামলার বাদীর ভাইকে পেটালেন যুবদল নেতা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

কুড়িগ্রামে চাঁদা না পেয়ে মামলার বাদীর ভাইকে পেটালেন যুবদল নেতা

ছবি - মারধরে আহত কামাল হোসেন

প্রবাসীর বাড়ি ভাংচুর করে জমি দখল করার অভিযোগে ২০২৩ সালে কুড়িগ্রামের আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী আকলিমা বেগম। সে মামলায় দুইজনের নাম উল্লেখ থাকলেও পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ  (সিআইডি) তদন্ত করে আরো তিনজনের নাম উল্লেখ করেন। এতে কুড়িগ্রাম জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক  বিএনপি নেতা ও আসামি কাইয়ুম ক্ষিপ্ত হয়ে গত ২২ জুন বাদীর ভাই কামাল হোসেনকে মারধর করে। রক্তাক্ত জখম অবস্থায় তিনি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


জানা গেছে, বাড়িঘর ভাঙচুর করে  প্রবাসী হযরত আলীর জমি দখল করে আসামি আবুল মাষ্টার ও আলহাজ্ মনছুর আলী। এমন অভিযোগে ২০২৩ সালে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসী হযরত আলীর স্ত্রী আকলিমা বেগম। মামলার তদন্ত পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে ওই ঘটনায়  আরও তিনজন আসামির নাম যুক্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে নতুন তিন আসামির মধ্যে কাইয়ুম আলী। কাইয়ুম কয়েকদিন ধরে বিভিন্ন হুমকি প্রদান ও টাকার দাবি  করে আসছিলেন বাদী আকলিমা ও তার বড় ভাই কামাল হোসেনের কাছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ২২ জুন সন্ধ্যায় বিএম কলেজের সামনে কুড়িগ্রাম জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আসামি কাইয়ুম  বাদীর ভাই কামাল হোসেনকে আক্রমণ করে। 


কামাল হোসেন বলেন, কয়েকদিন ধরে আসামি কাইয়ুম  আমাকে ও আমার বোনকে বিভিন্নভাবে হুমকি করে আসছিলেন। তিনি আমাদের নিরাপত্তা দেবেন এই মর্মে আমাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা  দাবি করেন। তবে আমরা তাকে টাকা দিতে অস্বীকৃতি  জানাই। এরপরও তিনি বিভিন্নভাবে  আমার কাছে টাকা  দাবি করেন। সর্বশেষ ২২ জুন আমাকে কয়েকবার ফোন দিয়েছিল টাকার জন্য। তবে আমি বারবার বলছি এ বিষয়ে আমি কোনো টাকা দিতে পারব না। সন্ধ্যার পর আমাকে বিএম কলেজের পাশে একা পেয়ে কাইয়ুম অকথ্য ভাষায় গালাগালি  শুরু করেন এবং মারধর করতে থাকেন।  একপর্যায়ে তিনি আমার কপালে ঘুষি মারেন, তার হাতে থাকা আংটির আঘাতে আমি গুরুতর আহত হই। এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন  আছি। 

আকলিমা বেগম বলেন, আসামিপক্ষ অনেক শক্তিশালী, বিএনপির নেতা। তাদের ভয়ে আমরা সবসময় ভীত থাকি। তারা সবসময় আমাদের হুমকি দেয়, রাতে বাড়িতে ঢিল ছোঁড়ে। আমরা বাড়ি থেকে বের হতে পারি না।'

অভিযুক্ত কাইয়ুম আলী বলেন, আমি চাঁদাবাজির সাথে জড়িত নই। কামাল হোসেনের সাথে  কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছিল। আমি বিএনপির করি, তবে বিএনপির কোনো প্রভাব খাটাইনি। 


এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, 'দেশনায়ক তারেক রহমানের কড়া নির্দেশনা রযেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এবং দলের ভাবমূর্তি নষ্টকারী বিএনপির যে কেউ হোক না কেন তাকে আইনের হাতে তুলে দেয়া। এছাড়া আমরা অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কোন সন্ত্রাসী- দুষ্ট লোকের স্থান বিএনপিতে হবে না'। 


পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ' জমিজমার বিষয়টি আদালতে বিচারাধীন  আছে। আমরা ফৌজদারি অপরাধের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মামলায় নাম আসার কারণে মারপিট করে থাকলে আমার তার বিরুদ্ধে কোর্টে কড়া প্রতিবেদন দিব।' 


চাঁদা না পেয়ে বাদীর ভাইকে পেটালেন যুবদল নেতা

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com