
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৮ এএম
আড়াইহাজারে ডাকাত ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

আড়াইহাজার, নারায়ণগঞ্জ, প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

ছবি - আড়াইহাজারে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ,মাদক বিক্রেতা ও ১৫টি মামলার আসামি ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডালিম দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সোমবার সকাল দশটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি,মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না পেয়ে তার বিচার এবং গ্রেফতারের দাবিতে এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এলাকাবাসী আরো জানান, তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ থানায় ১৫টি মামলা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, তার নামে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওেয়া হবে। সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি। দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।