Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় গুলির হুমকিদাতা বিএনপি নেতা আটক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০১:৩৮ পিএম

চাঁদা না দেওয়ায় গুলির হুমকিদাতা বিএনপি নেতা আটক

ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে বন্দুক উঠিয়ে গুলি করার হুমকি দেওয়া অভিযুক্ত বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক শাহজাহান ভুঁইয়া সাদিপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রধারী বিএনপি নেতাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা লাইসেন্স করা বন্দুকটি জব্দ করা হবে।

জানা যায়, রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সোহরাব হোসেন নামে এক সৌদি প্রবাসী তার নিজ বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। প্রবাসীকে নিজের পুকুরে মাছ চাষ করতে হলে আটককৃত বিএনপি নেতা শাহজাহান ভুঁইয়াকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে জানিয়ে অস্ত্রসহ দলবদ্ধ হয়ে সহযোগীদের নিয়ে ওই পুকুরের সামনে যান। সেখানে পৌঁছে চাঁদার টাকা চাওয়া হলে ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এ সময় ঘটনাস্থলে উভয়ের কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির এই নেতা তার হাতে থাকা বন্দুক উঠিয়ে গুলি করার হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী এদিন সন্ধ্যায় এ ঘটনায় আটক শাহজাহান ভুঁইয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়।

এদিকে বিএনপি নেতার প্রকাশ্যে অস্ত্র হাতে তর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন