
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৯:২৪ এএম
ছাত্রী সেজে অপহরণ : চক্রের হোতাসহ আটক দুই

বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:৪৪ এএম

ছবি - যুগের চিন্তা
বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর র্যাব-১২ বগুড়ার অভিযানে চক্রের হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- রাবেয়া রিয়া ও তার সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান , ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তার কাছে থাকা নগদ টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে চক্রটি— টাকার পরিমাণ ৩৮ হাজার। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে— তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। লক্ষ্য করত সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল কৌশল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।