
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৭:০৬ এএম
মুদি দোকানে মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিবেদক :
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৩৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে মুদি দোকানের এক মাসের বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ অস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে। ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা নজিবর রহমানের ছেলে আব্দুল হাকিম।
রবিবার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যুতের একজন বিলিং সহকারী। বিল হাতে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। তবে অভিযোগ জানানোর পর তাড়াশ জোনাল অফিস থেকে লোক এসে বিলের কপি সংশোধন করে দিয়ে যান।
আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান।
পরে বিদ্যুৎ অফিসের লোক এসে সংশোধন করে দিয়ে যান।
তাড়াশ পল্লীবিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, এটি মূলত প্রিন্ট মিসটেক। খবর পাওয়ার পরপরই বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে।