
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
কুমিল্লায় অস্ত্রসহ দুই যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি :
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

ছবি - অস্ত্রসহ আটককৃত দুই যুবক
কুমিল্লা সদর দক্ষিণে এয়ারসফট (খেলনা) পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানা পাঁচটি মামলা রয়েছে। রোববার (২২ জুন) উপজেলার পদুয়া বাজার-সংলগ্ন দক্ষিণ রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল ও ছোবহান মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি দা, চারটি ছুরি, দুটি নকল পিস্তল, চারটি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও রাসেলের নামে তিনটি এবং শরীফের নামে দুটি মামলা রয়েছে।