BETA VERSION বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম

Swapno

সারাদেশ

নারায়ণগঞ্জে ফিরছে 'প্রাচ্যের ড্যান্ডি'র গৌরব

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

নারায়ণগঞ্জে ফিরছে 'প্রাচ্যের ড্যান্ডি'র গৌরব

ছবি - নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত অতিথিবৃন্দ

 “প্রাচ্যের ড্যান্ডি” নামে খ্যাত নারায়ণগঞ্জ জেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবার জেলার প্রবেশদ্বার সাইনবোর্ডে নির্মিত হচ্ছে ‘গেট অব ড্যান্ডি’। আজ রবিবার জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসকের এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা পাটশিল্পসহ বিভিন্ন শিল্পের প্রসারের কারণে সারা বিশ্বে ‘প্রাচ্যের ড্যান্ডি’ নামে পরিচিত ছিল। বিভিন্ন কারণে সেই ঐতিহ্য কিছুটা হলেও ম্লান হয়েছে। আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আমার একটি পরিকল্পনা ছিল এই জেলার গৌরবকে ফিরিয়ে আনার।”
তিনি আরও বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে আজ মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আধুনিক স্থাপত্যের গেট অব ড্যান্ডি  নির্মাণের প্রস্তাব উপস্থাপন করেছিলাম। সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে এটি অনুমোদন দিয়েছেন। 
দৃষ্টিনন্দন এই গেট অব ড্যান্ডি নির্মাণের খুঁটিনাটি সব কিছু বিবেচনার জন্য পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 
জেলার এই অভিভাবক জানিয়েছেন, আগামী সাত কার্যদিবসের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ শহর তার বুননশিল্প, ব্যবসা-বাণিজ্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য “প্রাচ্যের ড্যান্ডি” নামে পরিচিত। এই উপাধি জেলার সমৃদ্ধি ও গৌরবকে ধারণ করে। জেলার রূপ ও আধুনিকতার সঙ্গে সঙ্গতি রেখে এই প্রতীকী প্রবেশদ্বার ‘গেট অব ড্যান্ডি’ নির্মাণ করা হবে, যা নারায়ণগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এটি একটি আধুনিক জেলা হিসেবেও পরিচিতি লাভ করবে। জানা গেছে, ‘গেট অব ড্যান্ডি’র নকশা খুবই দ্রুততার সাথে  চূড়ান্ত করার প্রক্রিয়া  চলছে এবং শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। 

সভায় উপস্থিত নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “গেট অব ড্যান্ডি নির্মাণের প্রস্তাব জেলা প্রশাসকেরই। প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাতি শুধু মুখে মুখেই আছে; দিন দিন এই খ্যাতি হারিয়ে যাচ্ছে। যে কারণে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো, সেই সব ঐতিহ্যকে ফুটিয়ে তুলে জেলার প্রবেশমুখেই এই গেট অব ড্যান্ডি নির্মাণ করা হবে, যাতে কেউ ঢুকেই বুঝতে পারেন আমরা এখন প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে প্রবেশ করছি। 

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি ও জন্মসূত্রে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মোহাম্মদ হাতেম ‘গেট অব ড্যান্ডি’ নির্মাণের ভূয়সী প্রশংসা করে বলেন, “নারায়ণগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একসময় বস্ত্রশিল্পের জন্য সারা বিশ্বে পরিচিত ছিল নারায়ণগঞ্জ। নিটওয়্যার শিল্পের জন্মই হয়েছিল এখানে। দেশের নিটওয়্যার রপ্তানির একটি বড় অংশ এখনো এই জেলা থেকেই যায়। এত কিছুর পরে এই জেলায় আলাদা কিছু থাকবে না—আমার মনে হয় এটা ঠিক না। তাই প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে একটি ড্যান্ডি গেট জেলার প্রবেশদ্বার সাইনবোর্ড এলাকায় নির্মিত হলে যথাযথ হবে বলে আমি মনে করি। আমরা সব ব্যবসায়ী সম্প্রদায় জেলা প্রশাসকের এই শুভ উদ্যোগের পাশে থাকব বলে তাঁকে জানিয়েছি।”

নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি'র গৌরব ফিরছে

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com