
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:১৭ এএম
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : ৭ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি

বরিশাল প্রতিনিধি :
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:১৩ পিএম

ছবি - সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ
বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে। এ সময় তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।
এ সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কীনা সিদ্ধান্ত ইসির- প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা।
এছাড়াও গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা, আওয়ামী লীগের দোষরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন জেলার নেতৃবৃন্দ।