Logo
Logo
×

সারাদেশ

যান্ত্রিক ত্রুটি : মোবাইল ফোনের টর্চের আলোয় চলল ট্রেন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

যান্ত্রিক ত্রুটি : মোবাইল ফোনের টর্চের আলোয় চলল ট্রেন

ছবি - যুগের চিন্তা

লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়েছে। শনিবার (২১ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পর লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীরগতিতে চলতে থাকে। তা আবার কখনো থেমে যায়। এরপর লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরতরা মোবাইল ফোনের টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়। এভাবে প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন