
ছবি -যুগের চিন্তা
আগামি ২৬শে জুন সিলেট বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষে যুব জমিয়ত সিলেট মহানগর শাখার আওতাধীন জালালাবাদ থানা শাখায় মতবিনিময় সভা হয়েছে।
শুক্রবার,বাদ এশা জালালাবাদস্থ একটি প্রতিষ্ঠানে জালালাবাদ থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাসিবের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এখলাস বিন সরফরাজের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়। সে হিসেবে আগামী ২৬ তারিখ যুব সম্মেলনে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত রাখেন জালাবাদ থানার সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ ইয়াকুব, মুফতি আমিন, জুনেদ আহমদ, আব্দুল্লাহ, শরিয়ত আলী ও সায়েম আহমদ প্রমুখ।