Logo
Logo
×

সারাদেশ

স্কুলছাত্রদের কাছে মাদক বিক্রি : সেনাবাহিনীর হাতে আটক ৩

Icon

জয়পুরহাট প্রতিনিধি :

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

স্কুলছাত্রদের কাছে মাদক বিক্রি : সেনাবাহিনীর হাতে আটক ৩

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক প্রস্তুতকারক একটি কারখানায় অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা স্কুলছাত্রদের কাছেও মাদক বিক্রি করতেন।

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে আক্কেলপুর রেলস্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে রাজু মণ্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।

অভিযানকালে ২৪৯ লিটার চোলাই মদ, নগদ তিন হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরেই মাদকসেবীদের কাছে মাদক বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। শুধু তাই নয়, স্কুলছাত্রদের কাছেও মাদক বিক্রি করতেন তারা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন