
ছবি -সংগৃহীত
বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের কোমরে শিকলসহ তালা বাঁধা ছিল। এছাড়া তার পরনের প্যান্টের পকেট থেকে চকলেট, সাবান ও শ্যাম্পুর খোসা পাওয়া গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।