Logo
Logo
×

সারাদেশ

শত বছরের গ্রামীণ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

Icon

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

শত বছরের গ্রামীণ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : লক্ষ্মীপুরের কমলনগরে শতবর্ষ পুরনো আমানিয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে শতবর্ষ পুরনো আমানিয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জাগরণী স্কুল সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

এতে বক্তব্য রাখেন, হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: খোরশেদ আলম মেম্বার, প্রগ্রেসিভ লাইফ ইনসুরেন্স কো: লিমিটেড এর এএমডি মো: জামাল হোসেন, সমাজসেবক শাহাদাত হোসেন নিরব ও এডভোকেট এমরান হোসেন নিখিল প্রমুখ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মাহবুবুর রহমান মঞ্জুর, বিএনপি নেতা সাহাব উদ্দিন ও আরমান হোসেনসহ স্থানীয়রা। 

বক্তারা বলেন,শতবছরের এই সড়কটিতে ৩০ বছর আগে ইটের সলিং করা হয়েছিল। বর্তমানে তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই পথে হাজিরহাট ও চরফলকন ইউনিয়নের শত শত মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। দ্রুত সড়ক পাকা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম মেম্বার বলেন, "জনগুরুত্বপূর্ণ আমানিয়া সড়কটি বর্তমানে ইটের সলিং ভেঙে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে খানাখন্দে ভরে গেছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।" 

স্থানীয় জামাল হোসেন বলেন, "সড়কটিতে দিনে রাতে চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। "

ওই এলাকার বাসিন্দা সমাজসেবক শাহাদাত হোসেন নিরব  বলেন, এই সড়কটি দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের একমাত্র পথ।  দ্রুত সড়কটি পাকা না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ বলেন, “আমি নতুন এসেছি, সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন