
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৬ এএম
আনোয়ারায় শাহ্ মোহছেন আউলিয়ার ওরশে ভক্তদের ঢল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৪:১০ পিএম

ছবি: যুগের চিন্তা
চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) এর বার্ষিক ওরশে ভক্তদের ঢল নেমেছে। ভক্তদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে পুরো মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। প্রতি বছর আষাঢ় মাসের ৬ তারিখ আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় অবস্থিত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) এর মাজার প্রাঙ্গনে এ ওরশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) থেকেই বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তদের আগমন ঘটে। অনেক ভক্তরা গরু, ছাগল, মহিষ নিয়ে ওরশে আগমন করছেন। ওরশ উপলক্ষে মাজার পরিচালনা ও ওরশ উদ্যাপন কমিটির আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। মাজার প্রাঙ্গন এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, নির্মিত হয়েছে গেইট ও প্যান্ডেল, ভক্তদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
মাজার পরিচালনা কমিটির পাশাপাশি উপজেলার ১১টি ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং ভক্তবৃন্দ দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণসহ নানান ধর্মীয় আয়োজন পালন করছেন।
ওরশকে ঘিরে বুধবার থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে পুরো বটতলী রুস্তমহাট ও আশপাশের এলাকা। আত্মীয়-স্বজন ও ভক্তদের মিলনমেলা যেন এক মহাধর্মীয় উৎসবে রূপ নিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো মানুষের উপস্থিতিতে ওরশস্থল পরিণত হয়েছে এক আধ্যাত্মিক আবেশের পুণ্যভূমিতে।
ওরশে আগত ভক্তদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির যুগ্ম মোতাওয়াল্লী এস এম জহিরুল ইসলাম জানান, শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) এর বার্ষিক ওরশ আমাদের আধ্যাত্মিক ও ধর্মীয় জীবন চর্চার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত লাখো ভক্তদের স্বাগত জানাই। ওরশকে ঘিরে ভক্তদের থাকা-খাওয়া, বিশ্রাম, নিরাপত্তা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটি দিনরাত পরিশ্রম করে পুরো আয়োজন সফল করতে কাজ করছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ওরশ উপলক্ষে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।