
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:৫৭ এএম
পিরোজপুরে ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে

পিরোজপুর প্রতিবেদক :
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৩:০৭ পিএম
-685524de34244.jpg)
ছবি-যুগের চিন্তা
পিরোজপুরের ইন্দুরকানীতে মালবোঝাই ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে সেতু ধ্বসে গেছে ।
এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী, কলারন-সন্ন্যাসী হয়ে মোড়লগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে।
ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে । পরবর্তীতে খোজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।