
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৬:০৩ এএম
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
-68543cd080eaf.jpg)
ছবি-সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনিছ (২২), আরাফাত (১৮) রিয়াজ (১৯)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে।
পুলিশ জানায়, পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুজন নিরাপদে সরে যেতে পারলেও তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপর স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের পাওয়া যায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।
তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পরে হাসপাতালে পুলিশ আসে।