
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৬:০৩ এএম
কিশোরগঞ্জে চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:২২ পিএম
-6854392f93168.jpg)
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জে চাঁদার দাবিতে প্রথমে আল্টিমেটাম এবং পরে না পেয়ে ঘোষণা দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ ঘটনার পর থেকে আতংকিত হয়ে পড়ছেন ব্যাবসায়ীরা ৷ চাঁদাবাজির দাপটে তটস্থ দিন কাটছে তাদের।
এ ঘটনায় পৌর শিশু পার্কটির পরিচালক আমিনুল হক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও আরও ২০ জন অজ্ঞাতনামা আসামির করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷
মামলার আসামিরা হলেন, জেলা শহর গৌরাঙ্গ বাজার এলাকার বাসিন্দা লোকমানের তিন ছেলে সাগর(২৪),শাওন (২০),সৈকত (৩০) ও শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার আতিক (২০) এবং সারাফ (২০)। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হলে স্বস্তি ফিরে আসবে বলে ব্যাবসায়ীরা জানান৷
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত পৌর শিশু পার্কে দীর্ঘদিন ইজারাদারের নিকট আসামি সাগর বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে ৷ তাদের কথা কোনরকম পাত্তা না দেওয়াতে হুমকি দিয়ে আল্টিমেটাম দিয়ে যায়। তার ধারাবাহিকাতায় গত (১৫ জুন) বিকাল ৫টার দিকে আসামিরা পার্কের ভিতর প্রবেশ করে ভাঙচুর চালায়। টিকিট কাউন্টার থেকে এবং পার্কের অফিসসহ বিভিন্ন দোকানের মালামালের ক্ষতিসহ প্রায় ৬ লাখ ৩৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পার্কের দুটি গেট এসময় সন্ত্রাসীরা ভেঙে ফেলে। একসাথে পার্ক সংলগ্ন ব্যবসায়ীদের দোকানেও লুটপাট চালায় বলে মামলা সূত্রে জানা যায়।
পৌর শিশু পার্কটির পরিচালক আমিনুল হক বলেন, বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে আসছে। তাদের কথামতো চাঁদা না দেওয়াতে আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়ে যায়। এরই ধারাবাহিকতায় পার্কে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। এর ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে আমার নিকট ৷ আসামিদের গ্রেফতার এবং বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷
কিশোরগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা টুটুলের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷