Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” সম্মেলন অনু‌ষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:২০ পিএম

বাঞ্ছারামপুরে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” সম্মেলন অনু‌ষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস, ২০২৪-২৫ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায়। এ কর্মসূচির উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মো: ময়নুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার প্রোগ্রাম কুমিল্লা অঞ্চল জনাব সারোয়ার জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, এবং সাংবাদিক সহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সুষময় ভৌমিক।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন। 

এছাড়া নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন