
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:১৩ এএম
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিবেদক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:০৩ পিএম
-68540a9ad64ae.jpg)
ছবি-সংগৃহীত
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের কথা চিন্তা করে ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিএসএস নামের একটি বেসরকারী সংস্থা শৈলকুপার সিএসএস’র অফিসে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
দিনব্যপী শৈলকুপার পৌরসভা এলাকার প্রায় ২’শ মানুষকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ গোলাম রহমান।
এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা রানী দাস, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, সিএসএস’র রিজিওনাল ম্যানেজার রাম প্রসাদ মন্ডর, সহকারী রিজিওনাল ম্যানেজার দেবাশীষ বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।