ডিসিকে পাশে পেয়ে ডিসি হওয়ার স্বপ্ন দেখছেন ঢাবিতে ভর্তিচ্ছু আফরোজা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
ছবি- যুগের চিন্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকার মেধাবী ছাত্রী মেহেরুন আফরোজার পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছিল আর্থিক সংকটে।
তার পিতা মোমিনুর রহমান খুবই সামান্য বেতনে বেসরকারি চাকরি করেন। স্ত্রী কামরুন্নাহার বেগমও গৃহিণী।
এই দম্পতির দুই মেয়ে, এক ছেলে। ছোট মেয়েটি শারীরিক প্রতিবন্ধী, স্কুলে পড়ে। একমাত্র ছেলেও স্থানীয় একটি কলেজে পড়াশোনা করছে।
একজনের আয়ে চলা সংসারে অভাব-অনটন লেগেই থাকে। কিন্তু মোমিনুরের স্বপ্ন মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা। তাই আত্মীয়স্বজনদের কাছে ধারকর্জ করে সন্তানদের পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন।
আফরোজা এইসএসসিতে গোল্ডেন এ প্লাস পায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম হয় ২১০। অভাবের কারণে আত্মীয়স্বজনরা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করে বিয়ে দেওয়ার পরামর্শ দেন।
কিন্তু অদম্য মেধাবী আফরোজার স্বপ্ন নিজের পায়ে দাঁড়িয়ে বাবা-মার মুখে হাসি ফোটানো।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষকদের পরামর্শে বৃহস্পতিবার সকালে দেখা করেন মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে।
আফরোজার সঙ্গে কথা বলে তার পরিবারের অবস্থা জেনে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহয়তা করেন।
এ সময় জেলা প্রশাসক মেধাবী আফরোজার কাছে জানতে চান তার ভবিষ্যৎ স্বপ্ন কি। উত্তরে মেয়েটি জানান, বিসিএস প্রশাসন ক্যাডার হতে চায় সে। সে ডিসি হওয়ার স্বপ্নের কথাও জানায়।
আফরোজা যাতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এ জন্য তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিকে তাৎক্ষণিকভাবে মেয়ে আফরোজার পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসক জাহিদুল ইসলামের ভুয়সী প্রশংসা করেন মোমিনুর।



