
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম
রাজা ইলিশ, ভোলায় সাড়ে ৬ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

ছবি- যুগর চিন্তা
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৬ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে ইলিশটি নিলামের মাধ্যমে ৬ হাজার ৪৮০ টাকায় ক্রয় করেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।
আড়তদার মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশটি। ভোলা সদরের ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে এটি ধরা পড়ে। এর ওজন ২ কেজি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্ব্বোচ দামে ক্রয় করি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ও নদীতে নিষিদ্ধ জাল ধ্বংসের কারণে নদীতে এখন বড় বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। আগামীতেও তারা সকল অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে দাবি করেন তিনি।