
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:৩৯ এএম
নরসিংদীতে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, বিএনপি নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

ছবি -সংগৃহীত
নরসিংদীর পলাশে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো: কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।