
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা বসুন্ধরা শুভসংঘের

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:৫৬ পিএম
-6853d0d255ca9.jpg)
ছবি-সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। কালের কণ্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আহমেদ তিথী।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, স্থানীয় সমাজকর্মী ও দলিল লেখক মোস্তাক আহম্মেদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ফারুক আহম্মেদ, সোনারগাঁ প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, রিপন ভুঁইয়া, আশরাফুল ইসলাম সুমন, সাংস্কৃতিক কর্মী বদিউজ্জামান বদু, মো. শুভ মিন্টু, ইব্রাহীম প্রমুখ।
সোনারগাঁ উপজেলা শুভসংঘের সদস্যসচিব মোস্তাক আহমেদ, শুভসংঘ সোনারগাঁ উপজেলা শাখার বন্ধু জসিমউদ্দিন, কায়সার আহমেদ, শরিফ হোসেন, আলী নূর। এ সময় এটিএন (এমসিএল) এর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, বাংলার নবকন্ঠের উপজেলা প্রতিনিধি জসীমউদ্দিন রাজীব, দৈনিক যায়যায়দিনের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি কায়সারুল মামুন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আক্রান্ত হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন বসুন্ধরা শুভসংঘের মতো জনসচেতনতা তৈরি করা। যাতে সবাই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।