
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৬:১১ এএম
চার কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:৩৯ পিএম

ছবি -সংগৃহীত
গতকাল বুধবার রাত ১০টার দিকে চাঁদপুর নৌপুলিশ অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজা উদ্ধার করেছে, যার মূল্য ৮০ হাজার টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌথানার এসআই বিলাল আল আজাদের নেতৃত্বে সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ-এর পন্টুনের ওপর সন্দেহভাজন লোকদের তল্লাশি করাকালে আবু নাসিরের (৩০) হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো কাঁধব্যাগ হতে এ গাঁজা উদ্ধার করা হয়।
সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ও উল্লিখিত আসামিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।