
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:৪৪ এএম
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা

ঝিনাইদহ প্রতিবেদক :
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:১৯ পিএম
-6853b9eba6b67.jpg)
ছবি-যুগের চিন্তা
দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর কার্যালয় এ মেলার উদ্বাধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উপ-পরিচালক ষষ্টি চদ্র রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলন পুলিশ সুপার মঞ্জুর মার্শেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামান, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন জেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরর অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর আয়াজনে এ মলায় ৫ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। প্রায় অর্ধশত প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে মেলায়। আগামী ২১ জুন শেষ হবে এ মলা। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচতনতা বাড়াতে এ ধরণের আয়াজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন করেন আয়োজকরা।