
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৮ এএম
টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:২৯ এএম

ছবি : সংগৃহীত
টানা কয়েকদিনের ভারী বর্ষণে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। শহরের প্রধান সড়ক, উপসড়ক, আবাসিক ও ব্যবসা কেন্দ্রগুলো হাঁটু-সমান পানিতে ডুবে আছে। জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে জনজীবন।
পৌর বাজার, আল ফারুক স্কুল রোড, পাঁচ রাস্তার মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি, দোকানপাট এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ঢুকে পড়েছে পানি।
স্থানীয়দের অভিযোগ, শহরের অপরিকল্পিত উন্নয়ন, জলাধার দখল এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতি বছরই বর্ষায় জলাবদ্ধতার মুখে পড়তে হয়। তারা দ্রুত কার্যকর ও টেকসই জল নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আল ফারুক স্কুলে সন্তানকে আনতে যাওয়া এক অভিভাবক আব্দুল মান্নান বলেন, “শহরের চিত্র এখন নদীর মতো। চারপাশে শুধু পানি—বিদ্যালয় চত্বরে পা রাখা দায়।”
বাসিন্দা শাকিল আহমেদ বলেন, “নিচু এলাকা ও জলাধার দখলের কারণে বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ নেই। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শহর স্থায়ী জলাবদ্ধতায় আটকে যাবে।”
নোয়াখালী পৌরসভার প্রশাসক জালাল উদ্দীনের বক্তব্য পাওয়া না গেলেও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, “জলাবদ্ধতা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি। আল ফারুক স্কুল এলাকায় পুকুর কানায় কানায় পূর্ণ থাকায় সড়কে পানি উঠেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জনগণের সহযোগিতাও প্রয়োজন।”