
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৩৭ এএম
ফোনে ফোনেই নগরবাসীর দুর্ভোগ লাঘব করেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:৫৪ পিএম
-6852ef3b3eec2.jpg)
ছবি-যুগের চিন্তা
সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার চোখ এড়াতে পারে না জেলার ছোট্ট একটা সমস্যাও।
গতকাল মংগলবার নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের জুরুরি কিছু সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি গিয়েছিলেন সচিবালয়ে।
বন্দর নগরী থেকে রাজধানী আসা যাওয়ার সময় জেলার এই অভিভাবকের দৃষ্টিগোচর হয় মহাসড়কের ডিভাইডারের অপরিচ্ছন্নতা।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন যে,পূর্বে এই ডিভাইডার অংশে ফুলের গাছ রোপণ এবং ল্যাম্পপোস্ট স্থাপন করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এলাকাটি আগাছা ও জঙ্গলে পরিণত হয়েছিল। এছাড়াও কিছু অসচেতন ব্যক্তি ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ আরও নোংরা হয়ে পড়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সড়কে চলাচল করেন। এই দৃশ্য খুবই দৃষ্টিকটূ মনে হবে সবারই।
গাড়িতে বসেই ফোনে ফোনেই “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও স্ট্রীট লাইট স্থাপনের
নির্দেশ দেন।
তার নির্দেশনা পেয়েই জেলার প্রধান সড়ক চাষাড়া থেকে সাইনবোর্ড লিংক রোড পর্যন্ত ডিভাইডার পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে আজ বুধবার থেকেই।
জেলার চাঁনমারি মাইক্রোস্ট্যান্ড থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিভাইডারের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন এখন থেকে ডিভাইডারের ঘাস নিয়মিত কেটে পরিষ্কার রাখা হবে। পাশাপাশি, ডিভাইডারের নান্দনিকতা বাড়াতে ভবিষ্যতে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো জানান,পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ফুটওভার ব্রিজের আশেপাশে আরো স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে আজ। পূর্বে এই এলাকায় আলো না থাকায় পথচারীদের রাতে চলাচলে অসুবিধা হত, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারত না এবং অপরাধপ্রবণতা বেড়ে গিয়েছিল। এখন স্ট্রিট লাইট বসানোয় রাতের বেলাতেও পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদী জেলা প্রশাসক।
তিনি বলেন এই উদ্যোগের ফলে রাস্তাটি হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন। “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসী একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগর পরিবেশ পাবে।
নারায়ণগঞ্জ জেলার চাঁনমারি মাইক্রোস্ট্যান্ড থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিভাইডারের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন এখন থেকে ডিভাইডারের ঘাস নিয়মিত কেটে পরিষ্কার রাখা হবে। পাশাপাশি, ডিভাইডারের নান্দনিকতা বাড়াতে ভবিষ্যতে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো জানান,পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ফুটওভার ব্রিজের আশেপাশে আরো স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে আজ। পূর্বে এই এলাকায় আলো না থাকায় পথচারীদের রাতে চলাচলে অসুবিধা হত, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারত না এবং অপরাধপ্রবণতা বেড়ে গিয়েছিল। এখন স্ট্রিট লাইট বসানোয় রাতের বেলাতেও পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদী জেলা প্রশাসক।
তিনি বলেন এই উদ্যোগের ফলে রাস্তাটি হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন। “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসী একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগর পরিবেশ পাবে।