
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৬:১১ এএম
চুরির বিচার করায় ছেলের অণ্ডকোষে এসিড : কিশোরের মৃত্যু

কুমিল্লা প্রতিবেদক :
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৯:৪২ পিএম
-6852de79b655f.jpg)
ছবি- সংগৃহীত
কুমিল্লার বুড়িচংয়ে গ্রাম্য সালিসে চুরির বিচার করায় বিচারকের ১৪ বছর বয়সী ছেলেকে জোরপূর্বক বিষ খাওয়ানোর পর তার অণ্ডকোষে এসিড ঢেলে প্রতিশোধ নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবক ও তার ভাইয়ের বিরুদ্ধে। বিষ ও এসিড নিক্ষেপে গুরুতর আহত অবস্থায় ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৮ জুন) দুপুরে ওই কিশোরের মৃত্যু হয়।
এ ঘটনায় একই দিন নিহত কিশোরের মা শাহানারা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। নিহত কিশোরের নাম হোসেইন (১৪)। সে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম্য বিচারক আবু তাহেরের ছেলে ও স্থানীয় শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে বিকেলে বিদ্যালয় ছুটির পর হোসেইন বাড়ি ফেরার পথে গ্রামের এক নির্জন স্থানে তাকে ডেকে নেয় অভিযুক্ত সাইমুন (১৪) ও তার ভাই আলাউদ্দিন (২২)। পরে তাকে বেঁধে জোরপূর্বক বিষ খাওয়ানোর পর তার অণ্ডকোষে এসিড ঢেলে দেয় তারা।
এর প্রায় দুই মাস আগে, একই গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাইমুনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় গ্রাম্য সালিসে বিচারক আবু তাহের তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। ওই বিচারের প্রতিশোধ হিসেবে দুই মাস পর তারা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট (আইসিইউ) ডা. অরূপ কুমার রায় জানান, বিষক্রিয়ায় শিশুটির গলা ফুলে গিয়েছিল, শ্বাসকষ্টেও ভুগছিল। তা ছাড়া তার অণ্ডকোষ সম্পূর্ণভাবে ঝলসে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয় তার।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, এই জঘন্য ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।