
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:৩১ এএম
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় বগুড়ায় জাসদ নেতা এডভোকেট ববি কারাগারে

বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম

ছবি : বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জাসদ নেতা এডভোকেট ববি কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বগুড়া জেলা শাখার নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববিকে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৮ জুন) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।
এর আগে, ২০২৩ সালের ৪ আগস্ট শহরের ইয়াকুবিয়া মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।