
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ঢিল, গার্ড আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে এক গার্ড (পরিচালক) আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরই এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত কন্ট্রাক্টর গার্ড খালেদ মোর্শেদ।
তিনি বলেন, “আমি ট্রেনে কন্ট্রাক্টর গার্ড হিসেবে কর্মরত ছিলাম। আনুমানিক ৯টা ২০-২৫ মিনিটের দিকে আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
“এসময় একটি ঢিল এসে আমার পাশের জানালায় লেগে পরে আমার মাথায় আঘাত হানলে ফুলে যায়। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
তবে বিষয়টি জানেন না বলে বুধবার দুপুরে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার মো.জসিম উদ্দিন। তিনি বলেন, আমাকে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।