
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৩১ এএম
সাভারের আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, ৬ জন দগ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০২:২০ পিএম

ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের কারণে জুয়েল আহমেদের দ্বিতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের মধ্যে রয়েছেন জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দাদের মতে, সকালে ভবনটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে ভবনটির অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
জুয়েল আহমেদের বাড়ির ম্যানেজার শামীম মিয়া জানান, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের কক্ষের পাইপে গ্যাস লিকেজ ছিল। সারা রাত দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস জমে ছিল, যা সকালে রান্নার সময় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, এবং বিশেষজ্ঞরা গ্যাস লিকেজজনিত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।