
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৩:১৯ এএম
বগুড়ায় চাচির গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৩১ পিএম

ছবি- যুগের চিন্তা
বগুড়ার গাবতলী উপজেলার চকমল্লা গ্রামে চাচির গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার রাতে উপজেলার রামেন্দ্রপুর এলাকার চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। আটক রিপন ওই গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রিপন তার চাচির গোসলের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ধারণ করে। পরে সেই ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে চাচিকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার সাব্বিরের নেতৃত্বে মঙ্গলবার রাতে চকমল্লা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের একটি কৃষি খামার থেকে রিপনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছে। পারিবারিক জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরেই সে এ কাজ করেছে বলে জানিয়েছে।