Logo
Logo
×

সারাদেশ

এক দিনেই ১৯ ট্রাক ময়লা আবর্জনা অপসারণ না’গঞ্জ জেলা প্রশাসনের

Icon

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:২৩ পিএম

এক দিনেই ১৯ ট্রাক ময়লা আবর্জনা অপসারণ না’গঞ্জ জেলা প্রশাসনের

ছবি : বর্জ্য পরিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা শহরের ও সিটি কর্পোরেশনের ছয়টি সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য পরিষ্কার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে এই সময় ১৯ ট্রাক ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন জেলা প্রশাসনের কর্মীরা।

জেলার চানমারি নতুন সড়কের উভয় পার্শ্বের অংশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সাইনবোর্ড মুখী মহাসড়কের সড়কদ্বীপ, ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেনের বর্জ্য পরিষ্কার করা হয়। চারটি ট্রাক, একটি বুলডোজার ক্রমাগত কাজ করে সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য পরিষ্কার করে। 

 চানমারি নতুন সড়কের পার্শ্ব হতে দুই ট্রাক, চানমারি নতুন সড়কের তল্লা এলাকার গাছ রোপণের এলাকা হতে চার ট্রাক,জেলা আনসার কমান্ডেন্টের দপ্তরের সামনে হতে এক ট্রাক, হাজীগঞ্জগামী রাস্তার জেলা আনসার কর্তৃক গাছ রোপণের এলাকা হতে।এক ট্রাক, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ সাইনবোর্ড মুখী মহাসড়কের সড়কদ্বীপের থেকে এক ট্রাক,ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেন হতে ১০ ট্রাকসহ মোট ১৯ ট্রাক ময়লা আবর্জনা অপসারন করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ রাস্তা সংলগ্ন এলাকাবাসীকে নগরের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।

গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায়  এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

এই পর্যন্ত প্রায় ১১০ ট্রাক আবর্জনা অপসারন করেছে জেলা প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন