Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ, গোলাগুলি, আহত ১০

Icon

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিবেদক :

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

রূপগঞ্জে যুবদল ও  ছাত্রদলের সংঘর্ষ, গোলাগুলি, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের নেতা কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত সোমবার ১৬ জুন রাত এগারোটার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এলাকার গার্মেন্টস সেক্টর, জমির  ব্যবসাসহ বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রকি মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

সোমবার রাত ১১ টার দিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার  দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা রকি মিয়ার তর্কবিতর্ক ও বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোঠা ধারালো অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। 

ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের হাটবাজারে দোকানপাট বন্ধ করে ফেলে ব্যবসায়ীরা। সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

আহতদের মধ্যে, উভয় পক্ষের বাবলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম, তাইবুদ্দিনের ছেলে সুমন মিয়াকে, 

রফিকুল ইসলামের ছেলে আরিফ, হারুন মিয়ার ছেলে পিয়াল ও ইমন এবং সিফাতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুমন মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। 

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জননে মনে রয়েছে আতঙ্ক। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে  নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেনি।  তদন্ত করে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন