Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ জব্দ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৫৩ পিএম

সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ জব্দ

ছবি-সংগৃহীত

সুন্দরবনে চোরা শিকারীদের পেতে রাখা ৬০০ হরিণ শিকারের  ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। এ ছাড়া জব্দ করা হয় কাঁকড়া শিকারের নিষিদ্ধ চারু।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ি সংলগ্ন কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায়  সোমবার নিয়মিত টহল দিচ্ছিলেন বনপ্রহরীরা। নৌকা ও পায়ে হেঁটে দেওয়া এ টহলকালে বনরক্ষীরা বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ দেখতে পান।

পরে তারা সেখান থেকে ৬০০টি হরিণ শিকারের মালা (গোল) ফাঁদ জব্দ করেন। সে সময় ওই জায়গা থেকে জব্দ করা হয় কাঁকড়া শিকারের জন্য পেতে রাখা ১৬টি নিষিদ্ধ চারু। 

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরো জানান, যেকোনো ধরণের বন অপরাধ দমনে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি বনবিভাগের এ কঠোরতার মধ্যদিয়ে সব ধরনের বন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন