Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৯:২৭ পিএম

টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা।

সোমবার দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন  নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম। নিহত আলমগীর (১৮), ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

নূরে আযম জানান, আলমগীরের সাথে সি ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে পাঁজরের নিচে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। 

মরদেহটি টেকনাফ থানার পুলিশকে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন