Logo
Logo
×

সারাদেশ

টেলিকমকর্মী অপহরণে উদ্বেগ, সরকারের হস্তক্ষেপ কামনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

টেলিকমকর্মী অপহরণে উদ্বেগ, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টেলিকমকর্মী অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির (মানবসম্পদ ও প্রশাসন) বিভাগের সিনিয়র ম‍্যানেজার মো. আল ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্বস কমিউনিকেশন লিমিটেড বাংলাদেশ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসি অনুমোদিত টাওয়ার কম্পানি ইডটকো বিডির হয়ে চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবস্থানরত টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান। ২০২২ সাল থেকে সফলতার সঙ্গে কোনো প্রতিন্ধকতা ছাড়া দায়িত্ব পালন করে আসছে।

টাওয়ারগুলো হতে মূলত রবি ও অন্যান্য টেলিকম প্রতিষ্ঠান নেটওয়ার্ক তথা ভয়েস কল, ডাটা ও সব ধরনের সেবা যেমন—মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস পরিষেবা চালনা করা হয়। 

গত ৫ জুন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মোহম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬) আমাদের এই দুই কর্মী চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্ণফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিখোঁজ হন। বিষয়টি অবহিত করে গত ৬ জুন ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু দশদিন হয়ে গেলেও আজও সেই ঘটনায় নিখোঁজ কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়নি।


এর আগে গত ১৯ এপ্রিল সকাল ১১টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো. ইসমাইল মিয়া এবং আব্রে মারমা নামক অপর দুই কর্মীকে অপহরণ করা হয়। এ নিয়ে জাতীয় বিভিন্ন গণমাধ‍্যমে সংবাদও প্রকাশিত হয়। অপহৃতদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিকটস্থ আর্মি ক্যাম্প এবং প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানালেও প্রায় দুই মাসেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অপহৃতদের পরিবার, স্বজন ও সহকর্মী এ ঘটনায় আতঙ্কিত ও চরমভাবে উদ্বিগ্ন।


মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের ঘটনার সুরাহা না হলে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও পার্বত‍্য চট্টগ্রামে সেবা অব‍্যাহত রাখা কঠিন হয়ে পড়বে আমাদের জন‍্য। এ অবস্থায় সব ভয় ও আতঙ্ক দূর করতে নিখোঁজ ও অপহৃতদের দ্রুত উদ্ধারে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন