
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম
কালনী একপ্রেস ট্রেনে দুর্বৃত্তের হামলা, আটক ৬

ভৈরব প্রতিনিধি:
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:৫০ পিএম

ভৈরব রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলায় কালনী এক্সপ্রেস ট্রেনে একটি বগির বেশ কয়েকটি জানালা ভাঙচুর করা হয়। এ সময় কর্তব্যরত রেলওয়ে পুলিশ ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
স্টেশন সূত্রে জানা যায়, কালনী ট্রেনের খাবার বগিতে কুলাউড়া স্টেশন থেকে দুই যাত্রীর আসন দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এরই জেরে বেলা ১১টা ৩০ মিনিটে ভৈরব স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে একপর্যায়ে কিছু বখাটে ট্রেনের একটি বগির বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। এ সময় যাত্রীসহ জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্লাটফরমে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যাত্রাবিরতি শেষে ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার-উদ্দেশে ছেড়ে যায়। এঘটনায় পুলিশ ৬জনকে আটক করে ভৈরব রেলওয়ে থানায় নিয়ে যায়।
ভৈরব রেলওয়ে থানার এসআই আফজাল মিয়া জানান, কালনী ট্রেনটি ভৈরব স্টেশনে থামলে, কিছু লোকের বাকবিতণ্ডা শুনতে পাই। ট্রেনটির একটি বগির বেশ কয়েকটি জানালায় আঘাত করা হয়। এ সময় বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।
ভৈরব বাজার জংশনের স্টেশনমাস্টার ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ট্রেনের যাত্রাবিরতির সময় আমি স্টেশনের বাইরে ছিলাম, ঘটনাটি শুনেছি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’