
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০২:৫৪ এএম
বিয়ের অনুষ্ঠান থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:২৯ পিএম

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মিয়া জিম্মাদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট এলাকায় ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জগন্নাথপুর পৌর এলাকায় তার ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই ছাত্রলীগ নেতা। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, জাহিদ মিয়া নাশকতা মামলার এজাহারনামীয় আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পালিয়ে ছিলেন।
তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।