
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম
গোয়ালঘরে পাওয়া গেল শিশুর মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

ছবি- যুগের চিন্তা
নেত্রকোনার মদনে গোয়ালঘর থেকে সৌরভ নামে এক ছয় বছর বয়সি শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। সৌরভের মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায় সে। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায়৷ পরে দোকান থেকে আর বাড়ি ফেরেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়ালঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
গোয়ালঘরের মালিক বনার চৌধুরী বলেন, গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।
শিশুটির বাবা সৈইবুল্লাহ বলেন, আমার সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এর সুষ্ঠু বিচার চাই।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।