
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৬:৪২ এএম
শোডাউনকে কেন্দ্র করে নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

নরসিংদী প্রতিবেদক:
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:৪৪ এএম

নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনও আহত হন।
ওসি মনির হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য আহতরা হলেন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল, তার সমর্থক সোহেল আহমেদ (২৫) ও ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬)। এদের মধ্যে ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বাদশার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন, বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল ও সোহেল আহমেদ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এলোপাতাড়ি মারপিটে আহত হন।
আহতদের মধ্যে ইসমাইল ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওসি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নাম প্রকাশ না করা শর্তে একজন জানান, সংর্ঘষের সময় ফজলুল কবির জুয়েল দৌড়ে পাশ্ববর্তী একটি মসজিদে আশ্রয় নেয়। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে মসজিদের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করে এলোপাতাড়ি কোপোতে থাকে। এসময় পলাশ থানার ওসি ফিরাতে গেলে তিনিও এলোপাতাড়ি মারপিটে আহত হন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ছাত্রদলের পূর্ব ঘোষিত মিছিল কর্মসূচি ছিল। জুয়েল গ্রুপের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। আমাদের নেতাকর্মী তাদের উপর হামলা করেনি। তারা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, দুই পক্ষের শোডাউন মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিও আহত হয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।