Logo
Logo
×

সারাদেশ

পরকীয়া ইস্যুতে দম্পতির বিষপান, মারা গেলেন স্বামী

Icon

ঝিনাইদহ প্রতিবেদক :

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

পরকীয়া ইস্যুতে দম্পতির বিষপান, মারা গেলেন স্বামী

ঝিনাইদহের শৈলকূপায় পরকীয়াকে কেন্দ্র করে মনোমালিন্য হওয়ায় একসঙ্গে বিষপান করেছেন এক দম্পতি। এ ঘটনায় স্বামী আলামিন শেখ (২৮) মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী সাথী খাতুন (২২)।

শনিবার (১৪ জুন) রাতে শৈলকূপা উপজেলার রঘুনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৫ জুন) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গৃহবধূ সাথী খাতুন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আলামিন শেখ ওই গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। সাথী খাতুন একই উপজেলার কামান্না গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। ওই দম্পতির দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানান,ছয় বছর আগে আলামিন শেখের সঙ্গে কামান্না গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সাথী খাতুনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের মধ্যে নানা কারণে কলহ চলে আসছিল। সাথী খাতুনের বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির লোকজন।

এসবের জেরে শনিবার দুপুরে পারিবারিকভাবে সালিশ বৈঠকে সাথী খাতুনের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয় আলামিন শেখের পরিবারের। এরই জেরে বিকেলে বিষপান করেন সাথী খাতুন। পরে তাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাত ১০টার দিকে বাড়িতে ফিরে বিষপান করেন আলামিন শেখ।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

আলামিন শেখের মামি উম্মে সালমা জানান,পরকীয়ার বিষয়টি জানতে পেরে সালিশ বৈঠক হয়। সবকিছু মেনে নিয়ে স্ত্রীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন আলামিন। পরে বিকেলে সবার অগোচরে ঘরে গিয়ে বিষপান করেন সাথী খাতুন। জানতে পেরে আলামিন ও পরিবারের সদস্যরা তাকে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।

তিনি আরও বলেন, হাসপাতালে আলামিনকে তার শ্বশুরবাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলার ভয় দেখান। আলামিন অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে বিষপান করেন।

গৃহবধূ সাথী খাতুন বলেন,‘আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে খারাপ বানানো হয়েছে। আমার সঙ্গে কোনো ছেলের সম্পর্ক নেই। আমি লজ্জায় বিষ খেয়েছি।’

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান,মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন