Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:২৪ পিএম

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

 
গাজীপুরে চুরির অপবাদে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষের পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে ভোরে মারা যান হ্যাভেন। খবর পেয়ে পুলিশ রোববার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে|

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন