করোনাকালে ৮০ শতাংশ অ্যান্টিবায়োটিক ছিল অপ্রয়োজনীয়: আইইডিসিআরের গ
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ অপ্রয়োজনে দেওয়া হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণায় উঠে এসেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিল্যান্স আপডেট শীর্ষক আইইডিসিআরের এক সেমিনারে গবেষণার এ তথ্য তুলে ধরা হয়। গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন বলেন, কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের তেমন কোনও ভূমিকা নেই।