
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
চামড়া শিল্প ধংসের চক্রান্ত চলছে : ভোক্তা আন্দোলন নেতারা

স্টাফ রিপোরর্টার :
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৭:০৪ পিএম

জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের বক্তারা অভিযোগ করেন, চামড়া শিল্প নিয়ে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্ভাবনাময় চামড়া শিল্প ধংসের চক্রান্ত সফল হওয়ার পথে। এ সম্ভাবনাময় শিল্প রক্ষায় দেশি-বিদেশি সকল যড়যন্ত্র রোখার আহবান জানান তারা। বক্তারা আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও বিক্রি হয়েছে অনেক কম দামে। অনেকে ক্রেতা না পেয়ে ফেলে দিয়েছেন।
চামড়া শিল্প রক্ষায় বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন এক মানববন্ধনের আয়োজন করে। জাতীয় ভোক্তা অধিকার আন্দোলানের আহবায়ক সাবেক সহকারী কর কমিশনার মীর্জা শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে গবেষক ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, বিশেষ অতিথি রাজনীতিবিদ নুরুজ্জামান হীরা, পরিবেশবিদ বাপ্পী সরদার,আবদুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান মিজু বক্তব্য রাখেন।
সিন্ডিকেটের কারণে দাম পড়ে যায়। ভূ-রাজনৈতিক অন্তরালের খেলা বন্ধ করতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহবান জানান বক্তারা। দেশি-বিদেশি চক্রান্ত ও যড়যন্ত্রে পা দিয়ে অসাধু ট্যানারি মালিকদের সিন্ডিকেট কৌশলে চামড়ার দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প। দেশে ও বিশ্ব বাজারে চামড়াজাত পণ্যের দাম আকাশচুম্বী। অথচ কোরবানির পশুর চামড়া নিয়ে গভীর চক্রান্ত ও যড়যন্ত্র চলছে।
এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান বক্তারা। ফ্যাসিস্ট সরকারের দোসরদের চিহিৃত করে আইনের আওতায় আনার অনুরোধ জানান তারা। এ সময় ভোক্তা আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।