Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে সুনসান নিরবতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজধানীতে সুনসান নিরবতা

ছবি-সংগৃহীত

শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাজধানীর অধিকাংশ এলাকাই ফাঁকা। চারিদিকে সুনসান নিরবতা। নেই চিরচেনা যানজট ও কোলাহল। যেন এক অচেনা নগরী। কারণ আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গত কয়েকদিন থেকেই ধাপে ধাপে গ্রামে চলে গেছেন নগরবাসী। 

প্রেস ক্লাব এলাকা কাকরাইল, বিজয়নগর, মৎস্য ভবন, কারওয়ান বাজার, ফার্মগেট, মালিবাগ, রামপুরা, বাড্ডা, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, আগারগাঁও, লালবাগ ও চকবাজার এলাকাগুলো মানুষের চলাচলে সব সময় মুখর থাকলেও ঈদের ছুটির কারণে এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে এসব এলাকায়।

ঈদের দিন সকাল থেকে গণপরিবহন চলছে সীমিত পরিসরে। আর অলিগলিতে চলছে অটোরিকশার আধিপত্য। অবশ্য সড়কে গাড়ির অপ্রতুলতায় চলাচলে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজধানীতে ঈদ কাটানো মানুষদের। কারণ একদিকে বাসের সংকটে দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 

অন্যদিকে গাড়িতে উঠলেও বেশিরভাগ আসন ফাঁকা থাকায় দীর্ঘক্ষণ স্টপেজে বাস থামিয়ে রাখছেন চালকেরা। সেখানেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

পল্টন মোড় থেকে ফার্মগেটগামী বাসের যাত্রী সমীক বলেন, আসন পূরণ না হওয়া পর্যন্ত চালকরা প্রতিটি স্টপেজেই দীর্ঘক্ষণ গাড়ি থামিয়ে রাখছেন। এতে অনেক সময় যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। 

একজন চালক বলেন, যাত্রী কম থাকায় অনেক সময় বিভিন্ন স্টেশনে গাড়ি থামালে যাত্রীদের তীর্যক কথা শুনতে হচ্ছে। তারপরও বাস্তবতার কারণে এসব হজম করতে হচ্ছে। তিনি জানান, কাল থেকে আরও বড় একটা অংশ মানুষ ঢাকা ছাড়তে পারেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন