Logo
Logo
×

রাজধানী

একযোগে ডিএনসিসির ৭৫ ওয়ার্ডে বর্জ্য অপসারণ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

একযোগে ডিএনসিসির ৭৫ ওয়ার্ডে বর্জ্য অপসারণ শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একযোগে ৭৫টি ওয়ার্ডে বর্জ্য পরিষ্কারের কাজে ১০ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছে, পাশাপাশি ২ হাজার ৭৯টি যানবাহন কাজ করছে।  

শনিবার (৭ জুন) দুপুরের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।  

কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) ব্যবস্থাপনা উদ্বোধন শেষে তিনি বলেন, শহরে কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়াতে পারে এবং রোগ-জীবাণুর সৃষ্টি হতে পারে। তবে ডিএসসিসি ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

তিনি আরও বলেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ ব্যাহত হবে না। রাতের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।  

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।  

ডিএসসিসি জানিয়েছে, বর্জ্য অপসারণে ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করা হচ্ছে।  

নগরবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন রাখতে সিটি করপোরেশন নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন