Logo
Logo
×

রাজধানী

হাটে কোরবানির পশু কম, আরও আনছেন ব্যাপারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম

হাটে কোরবানির পশু কম, আরও আনছেন ব্যাপারীরা

ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে গরুর হাট যেন আরও জমে উঠেছে। বেড়েছে ক্রেতাদের ভিড়,তবে সে তুলনায় হাটে কোরবানির পশু কম। এ অবস্থায় আজও নতুন করে হাটে আসছে কোরবানির পশু।

জুরাইন থেকে শনির আখড়া পশুর হাটে আসেন জহিরুল ইসলাম। কোরবানির জন্য তিনটি গরু কিনেছেন।  জহিরুল বলেন, তিনটি গরু ৬ লাখ টাকা দিয়ে কিনেছি। আমার কাছে মনে হচ্ছে এই গরুতে ৫০ হাজার টাকা বেশি লেগেছে। কারণ, শেষ মুহূর্তে গরু কম। গতকাল রাত থেকে বিক্রি বেড়েছে, পুরো হাটের প্রায় সব গরু বিক্রি হয়ে গেছে। এখন তো না কিনে উপায় নেই।

চার ভাই মিলে মঙ্গলবার বিকেলে ১০টি গরু নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এসেছেন রাসেল সরকার।  তিনি বলেন, ১০টি গরুর মধ্যে ৬টি বিক্রি করেছি। এখনো চারটি আছে। আশা করি বিক্রি হয়ে যাবে।

এবার গরুর দাম কেমন পেয়েছেন জানতে চাইলে রাসেল সরকার বলেন, গরুর হাটে এসে প্রথমে একটু হতাশ হলেও গতকাল বৃহস্পতিবার ও আজ দাম একটু বেড়েছে। নিজেদের খামারের গরু বলে দর দাম করে বিক্রি করছি। চারটি গরু বিক্রি করেছি যথাক্রমে এক লাখ ২০ হাজার, এক লাখ ৭০ হাজার, এক লাখ ৮১ হাজার এবং এক লাখ ৯১ হাজার টাকায়।

রায়েরবাগের মুহাম্মদবাগ এলাকার জাহাঙ্গীর ডেইরি ফার্ম থেকে ৬টি গরু নিয়ে শনির আখড়া হাটে এসেছেন জাহাঙ্গীর। এরই মধ্যে চারটি বিক্রি করেছেন, বাকি আছে দুটি। জাহাঙ্গীর বলেন, চারটি গরু নিয়ে আসছিলাম গতকাল বৃহস্পতিবার। এর আগে হাটে প্রচুর গরুর আমদানি দেখে খুব ভয়ে ছিলাম। কারণ গত কয়েক দিন হাটের অবস্থা ভালো ছিল না। কিন্তু বুধবারের পর চিত্র পাল্টেছে। বৃহস্পতিবার এবং আজ আগের চেয়ে ভালো দামে গরু বিক্রি হচ্ছে। খামার কাছে হওয়ায় পরে আরও দুটো গরু নিয়ে আসি। এরই মধ্যে চারটি বিক্রি হয়েছে। আশা করি বাকি দুটো বিক্রি করতে খুব বেশি সময় লাগবে না।

ফরিদপুর থেকে গরু নিয়ে আসা শিহাব বলেন, ১৩টি গরু নিয়ে এসেছি, এরই মধ্যে ১২টি বিক্রি করেছি। বাকি একটার দাম চাচ্ছি তিন লাখ ১০ হাজার টাকা। ক্রেতারা দাম বলছেন ২ লাখ ১০ হাজার। আর একটু দেখবো, যদি ২ লাখ ৩০ হাজরের ওপরে না ওঠে তো ছাড়বো (বিক্রি করবো) না।

রাজবাড়ী থেকে নতুন করে ৯টি গরু নিয়ে এসছেন মাজেদ। দুপুরে শনির আখড়া ওভারব্রিজের পূর্ব পাশে ট্রাক থেকে গরু নামাচ্ছিলেন। সেসময় মাজেদ বলেন, আগে ১৯টি গরু বিক্রি করে গিয়ে আজ আবার গরু নিয়ে আসলাম রাজবাড়ী থেকে। আশা করছি নয়টি গরু বিক্রি হয়ে যাবে। আগের অভিজ্ঞতায় বলি এখনো অনেকে গরু কেনেননি। তাই আজ তাদের গরু কিনতেই হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন