Logo
Logo
×

রাজধানী

বর্জ্য ব্যবস্থাপনায় গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:০৪ পিএম

বর্জ্য ব্যবস্থাপনায় গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা

ছবি - যুগের চিন্তা

আজ মঙ্গলবার (৩ জুন ) ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে রাজধানীর সারুলিয়া গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। হাটের উভয় পাশে সিটি কর্পোরেশনের দুইটি ডাম্পিং স্টেশন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা হয়েছে। এ সময় বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। হাটে আগত বিক্রেতা ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রচার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে ঢাকা মহানগর টিম ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করে। হাট কমিটি ও বিক্রেতাদের বর্জ্য সঠিক স্থানে ফেলাসহ শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গাবতলী ও বসিলা হাটে বর্জ্য ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হয়। পরিবেশবান্ধব হাট পরিচালনায় সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসন, বিক্রেতা ও ক্রেতাসহ সকল পক্ষের সম্মিলিত প্রয়াস জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে, শব্দ ও বায়ুদূষণ এড়াতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা অব্যাহত থাকবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন