
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০২:৫২ এএম
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা চালিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে আহত ব্যবসায়ী মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে তার পথ রোধ করে। তারা টাকা দাবি করলে মাহমুদুল ইসলাম প্রত্যাখ্যান করেন। এতে দুর্বৃত্তরা তার কোমরের বাম পাশে গুলি চালিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
আহত ব্যবসায়ীর পরিবার জানিয়েছে, হামলার শিকার হওয়ার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশের তদন্ত চলমান রয়েছে, এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।